শেখ কামাল নিটল টাটা গাজীপুর ১ম বিভাগ ফুটবল লীগ
মানিক সরকার : গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে শেখ কামাল নিটল টাটা গাজীপুর প্রথম বিভাগ ফুটবল লীগ খেলায় আবাহনী ক্রীড়া চক্র বনাম ব্রাদার্স ইউনিয়ন গাজীপুরের খেলায় আবাহনী ক্রীড়া চক্র ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নেক হারায়। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন- মোঃ আলমগীর হোসেন। তাকে সহযোগিতা করেন- আঃ ছামাদ, সোহরাব হোসেন ও হামিদুর রহমান। বিপুল সংখ্যক দর্শকসহ গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ আজমত আলী, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সাবেক ফুটবলার রউফ বাবুল, সন্তোষ কুমার মল্লিক, সুলতান উদ্দিন আকন প্রমুখ খেলা উপভোগ করেন।আজ বিকেলে পশ্চিম জয়দেবপুর একাদশ বনাম গাজীপুর স্পুটিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।