শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্যুরো চীফ, কাপাসিয়া : বর্নাঢ্য আয়োজনে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে গত ২৩ ও ২৪  জানুয়ারি দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ কৃষকলীগ সভাপতি ও জা বি সাবেক ভি পি সিনেট ও সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা  প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মু. আবদুল কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: আসাদুজ্জামান, মোশারফ হোসেন খোকন, কামাল হোসেন, মোস্তফা কামাল, সহকারি প্রধান শিক্ষক মাহমুদুল হক, সহকারি শিক্ষক মনির হোসেন, নূরুল ইসলাম ফরিদ, ্ওসমান গনি, সামসুল ইসলাম, হাসিনা মমতাজ, রিজিয়া পারভীন, তানিয়া সুলতানা, সেলিমা খাতুন, সেলিনা আকতার ,  আবুল হাসেম,  মো: সোলায়মান প্রমূখ।