শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় হত-দরিদ্রের হাতে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার,কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা আহছানিয়া মিশনের গার্ল পাওয়ার প্রজেক্টের উদ্যোগে ১৯ জানুয়ারি সোমবার বিকালে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে হতদরিদ্র অসহায় নারী তিথি শারমিনকে  সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সহ সভাপতি মোহাম্মদ আইন উদ্দিনের সভাপতিত্বে মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের কো-অর্ডিনেটর মোঃ শরিফুল হক,উপজেলা টেকনিক্যাল অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা  সিএসও নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমিন সিকদার, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি সঞ্জীবন চন্দ্র মল্লিক, জাতীয় মহিলা সংস্থার সংগঠক শাহ এমরান, লাভলী ইয়াসমীন, ফাতেমা জাহান রুজি প্রমুখ। এ সময় হতদরিদ্র স্বামী পরিত্যাক্তা অসহায় তিথি শারমীকে জীবন দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে একটি সেলাই মেশিন দেওয়া হয়।