শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক নূরুল আমিন সিকদার, সাংবাকি শাকিল হাসান, পরিচালনা কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মোঃ হারুনুর রশিদ, ইউপি সদস্য শাহিন সুলতানা, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, সহকারি শিক্ষক মনির হোসেন, তপন চন্দ্র, মনিরা সুলতানা প্রমূখ।