কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।
মঙ্গলবার রাতে টহলরত পুলিশের একটি টিম কালীগঞ্জ থানা থেকে পুবাইল যাওয়ার সময় টংগী-ঘোড়াশাল সড়কের শিলমুন নামক স্থানে পৌছলে দুইজন যুবক বেপোড়া হয়ে মটর সাইকেল চালাচ্ছিল । তাতে সন্দেহ হলে এএস আই আরিফুল মটরসাইকেল’র গতি রোধ করার চেষ্টা করলে ফেন্সিডিল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় পুলিশ ২০বোতল ফেন্সিডিল সহ আবেদ আলী নামে একজনকে আটক করলে ও তার সহযোগী রুবেল মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। জানাযায়, ব্যবসায়ীদের উপজেলার ছোট দেওলিয়ার মৃত আ;মজিদদের ছেলে আবেদ আলী,রুবেলের বাড়ী গাজীপুরর সদর এলাকার চামুইড্ডা গ্রামে । বুধবার বিকেলে থানা পুলিশ ফেন্সিডিল ব্যবসায়ী আবেদ আলীকে গাজীপুর জেল হাজতে প্রেরন করে ।
মঙ্গলবার রাতে টহলরত পুলিশের একটি টিম কালীগঞ্জ থানা থেকে পুবাইল যাওয়ার সময় টংগী-ঘোড়াশাল সড়কের শিলমুন নামক স্থানে পৌছলে দুইজন যুবক বেপোড়া হয়ে মটর সাইকেল চালাচ্ছিল । তাতে সন্দেহ হলে এএস আই আরিফুল মটরসাইকেল’র গতি রোধ করার চেষ্টা করলে ফেন্সিডিল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় পুলিশ ২০বোতল ফেন্সিডিল সহ আবেদ আলী নামে একজনকে আটক করলে ও তার সহযোগী রুবেল মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। জানাযায়, ব্যবসায়ীদের উপজেলার ছোট দেওলিয়ার মৃত আ;মজিদদের ছেলে আবেদ আলী,রুবেলের বাড়ী গাজীপুরর সদর এলাকার চামুইড্ডা গ্রামে । বুধবার বিকেলে থানা পুলিশ ফেন্সিডিল ব্যবসায়ী আবেদ আলীকে গাজীপুর জেল হাজতে প্রেরন করে ।