গাজীপুরে বাবা-মেয়ে খুন
দুর্বৃত্তদের হামলায় গাজীপুরে নিজ ঘরে বাবা ও মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে শিক্ষার্থীরা |
পোড়াবাড়ি শাহ সুফি ফসিউদ্দিন স্কুলের প্রধান শিক্ষক সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন কাউন্সিলর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম, খালেক আকন্দ, সিরাজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর মহানগরের উত্তর সালনায় গত বৃহস্পতিবার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাতে ঘরে ঢুকে নবম শে্িরণর ছাত্রী আঁখি আক্তারকে (১৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা সাইফুল ইসলামকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সকাল ১১টার দিকে তিনিও মারা যান। এদিকে মঙ্গলবার ভোরে আঁখির দাদা আলাউদ্দিন (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।