শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে পেট্রোলবোমার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গাজীপুরে পেট্রোলবোমা ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে মানববন্ধনের আয়োজন করে গাজীপুর গণজাগরণ মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদলের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রোমান শাহ্ আলম, এমএ ফরিদ, সিপিবির গাজীপুর জেলা শাখার সভাপতি জয়নাল খান, বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, গার্মেন্টস শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, ডা. রতিশ দেবনাথ প্রমুখ। বক্তারা বলেন, ক্ষমতার জন্য সাধারণ মানুষ পেট্রোলবোমা দিয়ে পোড়ানো হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে। জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবার কণ্ঠে উচ্চারিত হয়, দুই নেত্রী তর্ক করে, জামায়াত-শিবির বোমা মারে।