শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে এম.এল.এম ব্যবসার আড়ালে এম.তাস বিডি লিঃ এর ম্যানেজার জুয়েলের প্রতারণা

প্রয়োজন প্রশাসনিক ব্যবস্থা

মোঃ শাহজাহান খান : গাজীপুর মহানগরের কোনাবাড়ির কাশিমপুর রোডস্থ হকার্স মার্কেটে অবৈধ এম তাস বিডি লি:’র (মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি বা এম এল এম পদ্ধতির মাধ্যমে) কোম্পানির ম্যানেজার জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন ওই ম্যানেজার জুয়েল।
প্রকাশ- জুয়েল এম তাস বিডি লিঃএর মাধ্যমে মানুষের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে, লোভ দেখিয়ে, জালের মতো ছড়িয়ে দিচ্ছে তাদের হুজুগী কার্যক্রম। তারা কমদামী পণ্য অধিক মূল্যে খুব অল্প সময়ে মানুষের মাঝে বিক্রি করে এবং গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চলের অধিকাংশ দরিদ্র ও সাধারণ মানুষকে মিথ্যে প্রলোভনে অপ্রয়োজনীয় পণ্য গছিয়ে অর্থ আত্মসাৎ করে আসছে। 
সচেতন মহল মনে করছেন- এসব টাকা আত্মসাৎ করে যে কোন সময় কোম্পানি পালিয়ে যেতে পারে। সেই সাথে লা পাত্তা হবেন এম তাস বিডি লি:’র ম্যানেজার জুয়েল। সরকার কিছু কিছু এমএলএম কোম্পানির বিরুদ্ধে শাস্তি ও সর্তকতার নির্দেশ দিলেও ওই সবের মধ্যে থেকে এম তাস বিডি লি:’র কোনাবাড়ি শাখা অফিসটিতে নতুন কৌশলে নতুন কর্মকান্ড চালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। আর উচ্চ বেতনে চাকুরী ও বেশী মুনাফার লোভ দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে প্রতারনা শিকার হচেছ হাজার হাজার গ্রাহক।
খোঁজ নিয়ে আরো জানা যায়: এম তাস বিডি লি:’র শাখা অফিস গুলোর মধ্যে অন্যতম গাজীপুর সদরের কোনাবাড়িস্থ কাশিমপুর রোড হকার্স মার্কেট অবস্থিত এই এম এল এম কোম্পানিটি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে জানা যায়, এম.এল.এম ব্যবসা পরিচালনা করার জন্য সরকারে কোন অনুমোদন বর্তমানে কারো নেই। কিন্তু কাশিমপুর রোডে হকার্স মার্কেটে অবস্থিত এম তাস বিডি লি:এর চাকুরি দেওয়ার কথা বলে কু-চক্রী ও প্রতারক স্বভাবের লোক ম্যানেজার জুয়েল নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে এম তাস বিডি লি: এম এল এম এর নামে চরম প্রতারণা। এম তাস বিডি লি: এর একজন সদস্যর সাথে কথা বলে জানা যায়, এম তাস বিডি লি: এর যত গুলো সদস্য রয়েছে তাদের দূর্দশার কথা জানান। এখানে তাদের জীবনের কোন মূল্য নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আমাদের জুয়েল স্যার ঊচ্চ বেতনে চাকুরি দেওয়ার কথা বলে আমাদেরকে এখানে নিয়ে আসেন। জামানত হিসেবে আমাদের কাছ থেকে জন প্রতি প্রথমে ১২ হাজার এবং কিছু দিন পর ৪০ হাজার টাকা করে নেয় আমাদের ম্যানেজার জুয়েল স্যার। আপনারা এর কোন প্রতিবাদ করেননি জানতে চাইলে, তারা বলে প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। যার কারনে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। এ ধরনের হায় হায় কোম্পানির ফাঁদে পড়ে তাদের মতো অনেকে অপরাধী হয়েছে, অনেকে আত্মহনন করতে বাধ্য হয়েছে। এ ধরনের এম তাস বিডি লি: মত এমএলএম কোম্পানিগুলোর দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারনার শিকার হয়ে কেউ আত্মহত্যা করতে, কেউ অপরাধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানিগুলোর প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষের মুক্তি মিলছে না। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত শত শত এমএলএম কোম্পানি সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। তবে সাধারন মানুষের দাবী এম তাস বিডি লি: কোম্পানিটির কোণাবাড়ি শাখার এই অসাধু ম্যানেজার জুয়েলসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগন যে কোন সময় গ্রাহকদের জমানো কোটি কোটি টাকা আত্মসাৎ পালিয়ে যেতে পারে। কে এই জুয়েল : আমাদের গোপন অনুসন্ধানে বেরিয়ে আসে প্রতারক জুয়েলের লোমহর্ষক বর্ণনার চিত্র। সে কখনো চট্টগ্রাম, বর্তমান গাজীপুর, কখনো কোনাবাড়ি ,কখনো সালনা, আবার কখনো গোপালগঞ্জের লোক পরিচয় দিচ্ছে। ছিপ ছিপে গড়ন, গায়ের রং ফর্সা, ঊচ্চতা ৫ফিট ৫ ইঞ্চি , চোখ দুটো শিকারি হায়েনার মত দেখলে মনে হয় জামাতের একজন সক্রিয় কর্মী। তার প্রধান কাজ প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া। গাজীপুরের বিভিন্ন স্থানে রয়েছে তার একটি বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক। এই সন্ত্রাসীদের তার সব অপকর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ভুক্তভোগিরা জানান, এখানে উচ্চ বেতনে চাকুরি দেয়ার কথা বলে এম তাস বিডি লি:’র ম্যানেজার জুয়েল স্যার জন প্রতি করে প্রথমে ১২,০০০/টাকা নেয়। পরবর্তী ১মাস পর আরো  ৪০,০০০ হাজার টাকা আনতে চাপ দেয়। লোভে পরে গ্রামের জমিজমা বিক্রি করে টাকা এনে তাদেও হাতে তুলে দিতে হয়। কিন্তু যখন বুঝতে পারি চাকুরি দেয়ার নামে প্রতারনা করা হয়েছে তখন আর ফিরে যাওয়ার পথ থাকেনা। ছলচাতুরি করে সাদা ষ্ট্যাম্পে সাক্ষর রাখে ম্যানেজার জুয়েল। ভুক্তভোগিদের কাছ থেকে আরো জানা যায়, প্রতারনার এসব ঘটনা কাউকে বললে জুয়েল চালায় তাদের উপর নির্মম অত্যাচার এবং সাদা ষ্ট্যাম্পে সাক্ষর রেখে সঙ্গে থাকা মোবাইল ফোন রেখে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এব্যাপারে কোনাবাড়িরস্থ কাশিমপুর রোড হকার্স মার্কেটে কথিত এম তাস বিডি লি:’র (মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি বা এম এল এম পদ্ধতির মাধ্যমে) উক্ত কোম্পানির ম্যানেজার জুয়েলের প্রতারনা মুলক ব্যবসা বন্ধ করতে গাজীপুর জেলা প্রশাসন,পুলিশ সুপার ও ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকার সচেতন মহল।