স্টাফ রিপোর্টার : বিরোধী জোটের অবরোধ ও হরতালে গাজীপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর কবির (৪৫), স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক স¤পাদক মোঃ আরিফ হোসেন হাওলাদার (৪০), ছাত্রদলকর্মী সোহাগ (২০) ও সাদেকুর রহমান (২৫) এবং শিবিরকর্মী একরামুল হক (২২)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু জানান, সোমবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গাড়ি ভাংচুর ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে মিছিল করার সময় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আরিফ হোসেন হাওলাদার ও শিবিরকর্মী একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মহাসড়ক থেকে একটি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি রোজাউল হাসান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার ভোরে গাজীপুর শহরের জোড়পুকুর এলাকা থেকে সোহাগ এবং বোর্ডবাজার এলাকা থেকে সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহসীনুল কাদির জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দ্রুতবিচার মামলার আসামি শ্রীপুর থানা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর কবিরকে উপজেলার গারারন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
হরতালে সোমবার সকাল থেকেই হরতালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাংগাইল মহাসড়কে দূরপাল্লার যান চলাচল কম থাকলেও স্থানীয় বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু জানান, সোমবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গাড়ি ভাংচুর ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে মিছিল করার সময় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আরিফ হোসেন হাওলাদার ও শিবিরকর্মী একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মহাসড়ক থেকে একটি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি রোজাউল হাসান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার ভোরে গাজীপুর শহরের জোড়পুকুর এলাকা থেকে সোহাগ এবং বোর্ডবাজার এলাকা থেকে সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহসীনুল কাদির জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দ্রুতবিচার মামলার আসামি শ্রীপুর থানা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর কবিরকে উপজেলার গারারন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
হরতালে সোমবার সকাল থেকেই হরতালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাংগাইল মহাসড়কে দূরপাল্লার যান চলাচল কম থাকলেও স্থানীয় বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।