শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

পূবাইলে ট্রেন থেকে পড়ে ১ মুসল্লির মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মুসলিম উম্মার শান্তি কামনায় টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ী ফেরার পথে ট্রেন থেকে ছিটকে পড়ে এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার দুপুরে টঙ্গী জংসন রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর পূবাইল রেল স্টেসনের পূর্বপার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাহের আলী (৩৫)। তিনি বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে ট্রেনের হ্যান্ডেলে ঝুলে ভৈরবগামী একটি ট্রেনে বাড়ী ফেরার পথে পূবাইল ষ্টেশনের পূর্বপার্শ্বে আউটার সিগন্যালের খুটির সাথে বারি খেয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে সাহের আলীর অবস্থার অবনতি দেখে বিকেলে আবদুল্লাপুর আইচি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন। তার সাথে পাওয়া ঠিকানা অনুযায়ী জানা যায়, সাহের আলীর বাড়ী নরসিংদীর বুইদ্দামারা গ্রামে, তার পিতার নাম শফর আলী। সেখানে তিনি স্থানীয় একটি ডেকোরেটরের দোকানে কাজ করতো।