শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী মোফাজ্জেম হোসেন (৩২) কে ৬ জানুয়ারী মঙ্গলবার রাত ৮ টার দিকে ইয়াবা বিক্রয় কালে কাপাসিয়া থানা পুলিশ ত্রিমোহনী বাজার এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করেছে। সে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের চাঁন মিয়ার পুত্র।
এ ব্যাপারে এএসআই দুলাল মিয়া জানান, মোফাজ্জেম দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৫ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।