শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা

স্টাফ রিপোর্টার : গাজীপুরে হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সোমবার রাতে টঙ্গী থানায় ও কালিয়াকৈর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
টঙ্গী থানার এসআই সাজেদা লতা জানান, গাজীপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গাড়ি ভাংচুর ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে হরতাল সর্মথনকারীরা। এ ঘটনায় সোমবার রাতে টঙ্গী থানার এসআই নাজমুল হুদা বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক স¤পাদক মো. আরিফ হোসেন হাওলাদারসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় মো. আরিফ হোসেন হাওলাদারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 
কালিয়াকৈর থানার এসআই মো. সাইফুল আলম জানান, সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনায় রাতেই এসআই মো. রাজীব খান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।