সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ১৩/০১/২০১৫ তারিখ প্রকাশ করা হচ্ছে। বেলা ৩:০০ টায় অন-লাইনসহ বিভিন্ন মাধ্যমে তা জানা যাবে। এ পরীক্ষায় ২৭ (সাতাশ) টি অনার্স বিষয়ে সারাদেশে ২০৫ (দুইশত পাঁচ) টি কলেজের ১,৩০,০০০( এক লক্ষ ত্রিশ হাজার ) পরীক্ষার্থী মোট ১৪০ (একশত চল্লিশ) টি কেন্দ্রে অংশগ্রহণ করে। উল্লেখ্য, বিগত ১১/১১/২০১৪ তারিখে লিখিত এবং ২৪/১২/২০১৪ তারিখে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ২ (দুই) মাসে পোস্টাল সার্ভিসেস এর পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রসমুহের মাধ্যমে গৃহীত নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হ’ল। যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সংশোধিত ফলাফল আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলwww.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোন মোবাইল থেকে ঝগঝ করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nu<space>h4
<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।