অগ্নিসংযোগ, বিএনপি নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার : গাজীপুরে ২০ দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতালে বিক্ষিপ্ত পিকেটিং ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে। সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি প্রাইভেট কারে, জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকে এবং দুপুরে চৌরাস্তার নলজানি এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা। টঙ্গীর মার্কেট এলাকায় আগুন দেওয়ার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় পিকেটাররা। তারা ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে ফেলে। পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে আরিফ হাওলাদার নামে একজনকে আটক করা হয়। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক স¤পাদক।
এদিকে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় পিকেটাররা। সঙ্গে সঙ্গেই পুলিশ এবং স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। দুপুরে পৌণে ১২টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানি এলাকায় পিকেটাররা একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। ভাংচুরের সময় আহত হন সিএনজি অটোরিকশা চালক আসাদ (২৭)। তিনি গাজীপুরের শ্রীপুরের মোহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ২০ দলীয় জোটের আরো দুই কর্মীকে আটক করা হয়েছে। সকালে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বৃদ্ধি পায়। অভ্যন্তরীন রোডে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করছে। দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায় নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা শহর, চান্দনা চৌরাস্তা ও আশপাশ এলাকায় দোকান ও বিপনী বিতান খোলা রয়েছে।
উল্লেখ্য, ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহবান করেছে জেলা বিএনপি।