শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। রবিবার গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের বাইমারকান্দা গ্রামের রিপন (৩০) স্ত্রী আকলিমা (২৭) কে পিটিয়ে হত্যা করে ঘরের খাটের রেখে পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহতের পরিবার জানায়, বিয়ের কিছু দিন পর থেকেই রিপন ও তার মা যৌতুকের জন্য আকলিমাকে মারধর করত । মেয়ের সুখের জন্য আকলিমার পিতা বিভিন্ন সময়ে রিপনকে নগদ ৬ লাখ টাকা প্রদান করে। গত শনিবারেও গাড়ি কেনার জন্য রিপনকে ৫৫ হাজার টাকা প্রদান করে।
হত্যাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করেছে বলে নিহতের পরিবার জানায়। নিহত আকলিমার ৩ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। নিহত আকলিমা ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাড়াগাঁও গ্রামের আব্দুল হেলিমের কন্যা।
সোমবার বিকালে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ আকলিমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করে।