আব্দুল গাফফার : গাজীপুুর মহানরের মিরের বাজার পূবাইল ফাড়িতে এ.এস.আই- শাহিনের নেতৃত্বে চলছে নিরব চাদাবাজি। এলাকাবাসী সূ্েত্র জানা যায়- মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ দিনজাবত নিরব চাদাবাজি করে আসছে এ.এস.আই শাহিন। আর ঠিক এমনি একটি ঘটনার প্রমান মিলল এবার। গত ৩-১২-১৪ইং তারিখে রবিবার বেলা তিন টায় মিরের বাজার ধীরেন বাবু সুইটস নামক একটি মিষ্টির দোকান থেকে কাগজের স্লিপে মূল্য ধার্য করে বাকিতে এক হাজার চারশত টাকা মূলের মিষ্টান্ন ও ঘি ক্রয় করে। পরবর্তীতে মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার তার পাওনা আদায় করতে গেলে,এ.এস.আই শাহিন বাকিতে মিষ্টান্ন ক্রয়ের বিষটি অশ্বিকার করেন।এবং পরবর্তীতে টাকা চাইলে মাদক মামলা দিয়ে গ্রেফতারের হুমকি প্রদান করে। শুধু এমন মিষ্টির দোকানই নয়, মিরের বাজার বাস ষ্টেশন থেকে প্রতিনিয়ত কাগজ পত্র বিহীন ট্রাক,লেগুনা,সি.এন.জি আটক করে প্রতিগাড়ি থেকে দুইশত,পাচশত টাকা উৎকোচের (ঘুষ) বিনিময়ে ছেড়ে দেয়ার প্রমান মিলে। তবে এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার পূবাইল ফাড়ি ইনচাজ মো: একরাম হোসেনকে অবগত করলে ও বিষটি আমলে নেননি তিনি।